
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৬ জুন (রোববার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইনসাইট দ্য হারামাইনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
সাধারণত, সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে, সে হিসেবে আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা হবে।
হিজরি সনের হিসাব অনুযায়ী, সৌদি আরবে আজ বৃহস্পতিবার একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন ছিল।
যেহেতু চাঁদ দেখা গেছে তাই আগামীকাল শুক্রবার ৭ জুন জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ১৬ জুন রবিবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৫ জুন হবে আরাফার দিন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved