
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর। তিনি ১৫ হাজার ৭৭৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
বুধবার (৫ জুন) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে রাতে ঘোষণা করেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এর আগে ভৈরব উপজেলার ৯২টি ভোট কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ-পিরিচ) পেয়েছে ৪৮ হাজার ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন (মাইক) ৪১ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুণ আল আজাদ (উড়ো জাহাজ) পেয়েছেন ৩৭ হাজার ৭০২ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা ইয়ামিন (ফুটবল) ৫৬ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম (হাঁস) পেয়েছেন ২০ হাজার ৫৫৫ ভোট এবং সাবিহা মাহবুব প্রভা (কলস) পেয়েছেন ১৭ হাজার ২৩৬ ভোট।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved