
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছেন দুজন। আহতদের পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার আগে এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুর উপজেলার চর পোরজনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন এনায়েতপুরের খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আবু তারার ছেলে আল-আমিন (২৮), শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এনায়েতপুর থানার বেতিল স্পার বাঁধ এলাকায় বেতিল চরে ক্রিকেট খেলছিল কয়েকজন যুবক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে চারজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফ হোসেন ও আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
আপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্ধ্যার আগে আব্দুস সালাম জমিতে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এ সম বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে আব্দুস সালামের মৃত্যু হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved