
নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ট্রাস্ট ব্যাংকের যৌথ আয়োজনে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিগত জুন ০১,২০২৪ তারিখে লিড ব্যাংক কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার হোটেল গাইরিং-এ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহায়তায় মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।
উক্ত কর্মশালায় বিএফআইইউ এর পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম প্রধান অতিথি এবং জনাব মোঃ মাসুদ রানা অতিরিক্ত পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত কর্মশালায় যুগ্মপরিচালক জনাব মোঃ মোশাররফ হোসেন এবং মোঃ আনোয়ার পারভেজ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাস্ট ব্যাংক এর প্রধান কার্যালয়ের ও চট্টগ্রাম জোনের উর্ধতন কর্মকর্তাগন উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved