
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ১১তম পর্বে নিকটাত্মীয়ের সঙ্গে বিধবা নারীরা হজ করতে পারবে কি না, সে ব্যাপারে জানতে চেয়েছেন ইব্রাহিম। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : একজন বিধবা মহিলা কোনো মাহরাম ছাড়া কি হজে যেতে পারবেন? নিকটাত্মীয়ের সঙ্গে বিধবা নারীরা হজে যেতে পারবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। হজে যাওয়ার মাহরাম যদি না থাকে, তাহলে তিনি যাবেন না। কারণ, তাঁর সফরটুকু যদি হারাম হয়, তাহলে হজ করে কোনো লাভ হবে না। যদি তাঁর মাহরাম থাকে, তাহলে তিনি হজে যাবেন। আর যদি তাঁর মাহরাম না থাকে, তাহলে হজে যাওয়ার কোনো দরকার নেই।
আমরা অনেকেই মনে করে থাকি, এটা খুব হালকা বিষয়, আসলে কিন্তু হালকা বিষয় নয়। কারণ হচ্ছে, মাহরাম ছাড়া গেলে যদি সেখানে তাঁর কোনো সমস্যা তৈরি হয়, সেগুলো কে দেখবে? তিনি সেখানে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন। সেখানে অনেক ধরনের প্রয়োজন হয়।
এটি একদিনের সফর নয়। প্রায় এক মাস, ৪০ বা ৪৫ দিনের সফর। সে জন্য এটাকে তুচ্ছজ্ঞান করা, খামখেয়ালি মনে করা ঠিক না; বরং এটি হারাম কাজ। আর যেহেতু আল্লাহর নবী (সা.) নিষেধ করেছেন, তাহলে কেন তিনি নবী (সা.)-এর নির্দেশনা লঙ্ঘন করে হজে যাওয়ার জন্য চেষ্টা করবেন। মূলত মাহরাম হলো হজের শর্ত। শর্তপূরণ না হলে তো হজ তাঁর ওপর ওয়াজিবই হয়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved