
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি কিংবদন্তি নারীনেত্রী বেগম ফওজিয়া সামাদ কর্তৃক ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কুসুমকলি স্কুলের দরিদ্র ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীকে সম্প্রতি এককালীণ শিক্ষা বৃত্তি প্রদান করলো সামাদ ফওজিয়া ফাউন্ডেশন।
ফওজিয়া সামাদ সেন্ট্রাল হলে ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন সামাদ ফওজিয়া-ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন সাবরিনা সামাদ।
কুসুমকলি স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক নিলু বিলকিস রহমান। অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতি গুলশান আনোয়ারা হক, মাহবুবা কবির রুমঝুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর শবনম সুলতানা এবং সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় ক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সালাম মাহমুদ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved