
নাজমুল হোসেন, বগুড়া প্রতিনিধি: রমজানে বগুড়া ও পাশ্ববর্তী এলাকার জন্য ফিতরা নির্ধারণ করেছেন বগুড়া ইমাম মোয়জ্জিন সমিতি। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইমাম মোয়াজ্জিন সমিতির ফিতরা নির্ধারণী বৈঠক শেষে সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৩০০ টাকা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি ও বায়তুর রহমান মসজিদের খতিব মুফতি মাও: মো: আব্দুর কাদের।
এই সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার আবু সালেহ্ মো: হাসান সারওয়ার, আলহাজ্ব মাওলানা কাজী ফজলুল করিম রাজু, আলহাজ্ব হালিম রেজা, আবু বকর সিদ্দিক, মাওলানা ইমাম আবু রাজী, আব্দুস সালাম, আব্দুল মতিন, ইসমাহিল হোসেন, আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইউসুফ সাইদী, হাফেজ শাহিন রেজা, মুফতি আব্দুল বাফ সিরাজী, সেরাজুন ইসলাম, হাফেজ মাওলানা নূর আলম, আজহার আলী প্রমুখ।
আলোচনা সভায় শেষে সর্বসম্মতিক্রমে এ-বছর বগুড়া জেলার জন্য গম ও আটা হিসাবে ১ কেজি ৬শতগ্রাম সর্বনিম্ন ৭০টা, কিচমিচ হিসাবে ৩ কেজি ৩ শত গ্রাম ১২০০ টাকা ও ভালো মানের খেজুর হিসাবে ৩ কেজি ৩ শত গ্রাম হিসাবে সর্বোচ্চ ৩৩০০টাকা নির্ধারন করা হয়েছে।
অন্যদিকে ঢাকায় এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করেছেন সাদকাতুল ফিতর জাতীয় কমিটি ।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়।
আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved