
স্টাফ রিপোর্টারঃ আইফোন কিনে না দেয়ায় নিজের শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে এক কিশোর। আজ বুধবার (১৫ মে) সকাল ৮ টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাত চান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা কিশোরের নাম মৃদুল হোসেন (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওমর ফারুক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ওমর ফারুক জানান, মৃদুল কয়েকদিন ধরে তার পরিবারের কাছে আইফোনের জন্য আবদার করে আসছিল। তবে তার বাবা সৌদি প্রবাসী মুমিন মিয়া ছেলেকে আইফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
আত্মহত্যা করা মৃদুল গতকাল মঙ্গলবার রাত ১১টায় ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সকাল ৮টায় মৃদুলকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃদুলের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved