
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ পাঁচারের রাস্তা পরিবর্তন করে ও নিজেদের বাঁচাতে পারেনি ভৈরের পঞ্চবটি এলাকার ৪ মাদক কারবারি।
আজ সন্ধার ৬ টার দিকে মেঘনানদীর ভৈরব জব্বার জুটমিল ঘাট থেকে ৩ নারী সহ ৪ জন মাদক কারবারি কে আটক করে ভৈরব নৌ-থানার পুলিশ।
এই সময় তাদের নিকট থেকে ১২ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পূর্বেকিশোরগঞ্জের ভৈরবে গাজাঁ ও ফেনসিডিলসহ তিন নারীসহ চার মাদক কারবারি আটক করেছে নৌ থেনা পুলিশ।
আটককৃতরা হলো পৌর শহরের পঞ্চবটি এলাকার অরুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের স্ত্রী ফাতেমা (২৭), একই এলাকার রবিন মিয়া স্ত্রী সালমা বেগম (২৭), মোস্তাক আহম্মেদ হান্নান মিয়ার ছেলে মো. সাইফ আহম্মেদ (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আব্দুল্লাহপুর গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী আমেনা আক্তার (২২)।
এই ব্যাপারে নৌ-থানার পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।
নৌ-পুকিশ জানায় মেঘনা নদীতে টহল দেত্তয়ার সময় ব্রাহ্মনবাড়ীয়ার লালপুর থেকে আসা একটি নৌকা কে ভৈরবের দিকে আসতে দেখে পুলিশের সন্দেহ হয় এই সময় তাদের থামতে সিগন্যাল দেয়া হলে তারা মেঘনা নদীর পাড় ঘোড়াকান্দা জব্বাজুট মিল এলাকায় নৌকা থামালে নৌকাটিতে ৩ নারী সহ চারজন মাদক কারবারীকে আটক করে তাদের তল্লাসী করে ৪৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা পাওয়া যায়। আসামীদের আটক করে নৌ থানায় আনা হয়।
তিনি আরো জানান, আটক আমেনা বেগমের সাথে ৫ মাসের কন্যা সন্তান রয়েছে। শিশু বাচ্চা তাই তাকে মায়ের সাথে জেল হাজতে দেয়া হয়েছে। মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আখাউড়া সিমান্ত থেকে এনে দেশে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়।
নৌ-থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান নিয়মিত টহল চলাকালে একটি নৌকায় করে ৪ আরোহী কে ভৈরব আসতে দেখে সন্দেহ হয়।তাই তাদের নৌকা থামিয়ে তল্লাশি করে একনারীর নিকট থেকে ৬ কেজি গাঁজা বাকী ৩ জনের নিকট থেকে ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা রাস্তা পরিবর্তন করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved