
যেকোনো আইসিসি টুর্নামেন্টের আগেই শ্রীলঙ্কার বড় সমস্যা হয়ে দাঁড়ায় ইনজুরি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না লঙ্কানদের। টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড়দের সবাই আছেন ইনজুরির শঙ্কামুক্ত। তাই পূর্ণশক্তির দল নিয়েই বিশ্ব আসরে পা রাখতে যাচ্ছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।
বুধবার (৯ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশ সিরিজের শেষদিকে চোটে পড়েছিলেন হাসারাঙ্গা। ইনজুরির কারণে আইপিএলের চলতি মৌসুমে একটি ম্যাচও খেলা হয়নি তারকা অলরাউন্ডারের। তবে বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছে এসএলসি। দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন চারিথ আশালঙ্কা।
চমক দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দুনিথ ভেল্লালাগে। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে চমক দেখানো নুয়ান থুসারাও সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত কেবল ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞদের মধ্যে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের এটাই হতে পারে নিজের শেষ বিশ্বকাপ।
ব্যাটার হিসেবে দলে আছেন কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, সাদেরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা এবং কামিন্ডু মেন্ডিস। ম্যাথিউস, ভেল্লালাগে ছাড়া অলরাউন্ডারের ভূমিকায় দলে আছেন ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলার হিসেবে আছেন দুশমন্থ চামিরা, থুসারা, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা এবং দিলশান মাদুশঙ্কা।
মূল দলের বাইরে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আভিশকা ফার্নান্দো, বিজয়কান্ত, ভানুকা রাজাপাকসে এবং জনিথ লিয়ানাগে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved