
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে । আজ শুক্রবার (৩ মে) বেলা ১২টা শহরের পাওয়ার হাউজ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।
এ বিষয়ে উপ-পরিদর্শক আলমগীর বলেন, ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তৎখানিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরৎহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের পড়নে ছিল সাদা ও নীল রংয়ের চেক নতুন লুঙ্গি ও নীল গেঞ্জি। মরদেহের পাশে একটি খালি বোতল ও পায়ের জুতা জোড়া ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ধারনা করা হচ্ছে সে প্রচুর মধ্যপান করেছিল। রাতে যে কোন এসময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved