
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব ও বাজিতপুর রেলওয়ে ষ্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বাজিতপুর থানাধীন পশ্চিম চন্দ্রগ্রামের আবুল কালামের ছেলে গোলাপ মিয়া ও ভৈরব থানাধীন জগন্নাথপুর গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে মমিন মিয়া। পৃথক অভিযান চালিয়ে ভৈরব ও বাজিতপুর ষ্টেশন থেকে তাদের আটক করা হয় বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ট্রেনের টিকেট চোরাকারবারী রোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার(০১মে) সকালে বাজিতপুর ষ্টেশন থেকে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের ১৯টি আসন বিশিষ্ট ৫টি টিকেট জব্দসহ গোলাপ মিয়াকে আটক করা হয়। এ ছাড়াও এস আই নয়ন সরকার অভিযান চালিয়ে ভৈরব ষ্টেশন থেকে টিকেট চোরাকারবারী মমিন মিয়াকে বিভিন্ন ট্রেনের ১৬ আসন বিশিষ্ট ৯টি টিকেটসহ তাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। টিকেট চোরাকারবারী রোধ ও যাত্রীদের নিরাপদ রেলভ্রমন নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved