
নিজস্ব প্রতিনিধি: সিলেট গত দুদিন ধরে রাতে বৃষ্টি হলে দিনের বেলায় অসহ্য গরম সহয্য করতে হচ্ছে। মধ্যরাত থেকে বৃষ্টি হলেও দিনের বেলায় সকাল ৯ টার পর সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে।
দেশের অন্যান্য জেলায় তুলনায় সিলেটে এখনও তাপমাত্র পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেটের কায়িক শ্রমিকরা। গত কয়েক দিনের গরমে সিলেটে বেড়েছে ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফল-ফসল রক্ষা নিয়ে চাষিরা দুশ্চিন্তায়।
এদিকে সোমবারের পূর্বাভাসে জানা গেছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারের (৩০ এপ্রিল) পূর্বাভাস প্রায় একই কথা বলা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved