
স্টাফ রিপোর্টারঃ যশোরে অব্যাহত তাপ প্রবাহে হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম আহসান হাবীব (৩৭)। তিনি যশোর আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
রোববার (২৮ এপ্রিল) যশোরে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি এবং সাড়ে ১১টায় এই তাপমাত্রার পারদ দাঁড়ায় ৩৯ ডিগ্রিতে। অব্যাহত তাপ প্রবাহে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শিক্ষক আহসান হাবীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান।
এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে তিন জনের মৃত্যু হলো। এর আগে যশোর সদর ও মনিরামপুরে একজন করে হিট স্ট্রোকে মারা যান।
আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ বলেন, শিক্ষক আহসান হাবীব সকালে মাঠে কাজ করে ৯টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অব্যাহত তাপ প্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved