
এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর উঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকারে পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে আগের ২০ শতাংশ সার্কিট ব্রেকারকে পরিবর্তন করে ১০ শতাংশ করা হয়েছে। যা আগামী কার্যদিবস থেকেই কার্যকর করতে দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামি কার্যদিবস থেকে এসএমই মার্কেটের শেয়ারগুলো আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে ভিত্তি করে একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে এই নির্দেশনা জারি করা হয়েছে ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved