
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অস্বস্তি বেড়েছে জনজীবনে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
এদিকে, গরমে একটু স্বস্তি পেতে গাছের ছাঁয়ায় আশ্রয় নিতে দেখা গেছে প্রয়োজনের তাগিদে বাড়ির বাইরে বের হওয়া শ্রমিকদের। অনেককেই পান করতে দেখা গেছে ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ফলে নষ্ট হচ্ছে ধান, আম, লিচু ও কলাসহ অন্যান্য ফসলও।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। আজ চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী তিন দিন এমন পরিস্থিতি থাকতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved