
ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি: বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশের পর নদী থেকে একটি বাংলা ড্রেজার জব্দসহ ৩ জনকে আটক করেছে ভৈরব নৌথানা পুলিশ।
আজ মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টার সময় আগানগর গ্রামের পুর্বপাশে শীতল পাটি নদী থেকে ড্রেজারটি জব্দসহ ড্রেজার মালিক দেলায়ার হোসেন, লেবার সাহাদাৎহোসেন ও সুজন মিয়াকে আটক করা হয়। তথ্যের ভিত্তিতে ভৈরব নৌ ফাঁড়ির ইচার্জ মনিরুজ্জামান মনিরের নেতৃত্তে এ অভিযান চালানো হয়।
জানা যায়, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শীতল পাটি নদী থেকে অবৈধ ভাবে বাংলা ড্রেজার দিয়ে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌ ফাঁড়ির পুলিশ নদীতে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে উল্লেখিত ড্রেজার মালিকসহ তিন জনকে আটক করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারটিও জব্দকরা হয়।
নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে তিনজনকে আটক সহ ড্রেজারটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভৈরবে শীতলপাটি নদী থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাংলা ড্রেজারে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে গতকাল সোমবার এমন একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচার হয়। সংবাদ প্রকাশের জের ধরে আজ মঙ্গলবার বিকালে ওই নদী থেকে একটি ড্রেজার জব্দসহ তিন জনকে আটক করে ভৈরব নৌ থানা পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved