
নিজস্ব প্রতিনিধি: পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস নামক স্থানে এ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিক্সার চালক শালগাড়ীয়া মেরিল বাইপাস এলাকার শামসুলের ছেলে দুখু মিয়া (৩৫) ও একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, শনিবার রাত ১০টার দিকে রাজশাহীর দিকে একটি এ্যাম্বুলেন্স যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখী সংঘর্ষ ঘটে। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালিত অটোরিকশা চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved