
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভবানীপুরের জাহাঙ্গীর হত্যা মামলার সাত আসামী গ্রেফতার।
শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ভৈরব থানা পুলিশ সুনামগঞ্জের তাহেরপুরের একটি হাওর এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ও কিশোরগঞ্জের হোসেনপুরের আত্মীয়ের বাড়ী থেকে ২ জনকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।
জানা যায়, গত ৮ই এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শ্রীনগর ভবানীপুরে রাস্তায় ইট রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাই ও ভাতিজাদে এলোপাতাড়ি লাঠির আঘাত ও ভাতিজা আমানে বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
এই ব্যাপারে নিহতের পিতা হাফিজ উদ্দিন অভিযুক্ত বেশ কয়েক জনকে আসামী করে ভৈরব থানায় একটি হত্যাসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। ( যার মামলা নং ১৯) ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে ঘা ঢাকা দেয়। এরপর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহেরপুর হাওর এলাকা থেকে ৫ জন এবং কিশোরগঞ্জের হোসেনপুরের আত্মীয়ের বাড়ী থেকে দুই জনকে গ্রেফতার করে।
এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীরা কখনো লুকিয়ে থেকে আত্মরক্ষা করতে পারে না। যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে কিশোরগঞ্জ আদালত সোপর্দ করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত অপর আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved