
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব পৌরসভার নাগরিক নারীদের পৌর সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে প্রবৃদ্ধি প্রকল্পের সুইচ কন্টাকের সহায়তায় চালু করা হলো নারী কর্ণার।
বৃহস্পতিবার (১৮এপ্রিল)সকাল সাড়ে ১০টায় আব্দুল আজিজ পৌর মাতৃসদনে পৌর স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগমকে সাথে নিয়ে এ নারী কর্ণারের পরিদর্শন করেন সুইচকান্টাক বাংলাদেশ প্রবৃদ্ধি প্রকল্পের কো-অডিনেটর আসাফ উদ-দৌলা আশিক।
মাতৃ-সদনে সেবা নিতে আসা নারীরা বলেন, এই মহিলা কর্নার স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ – যা বিভিন্ন পৌর কার্যক্রম ও সেবা প্রাপ্তিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। এমন কার্যক্রমে সহায়তার জন্য প্রবৃদ্ধি প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সুইচকান্টাক বাংলাদেশ প্রবৃদ্ধি প্রকল্পের কো-অডিনেটর আসাফ উদ-দৌলা আশিক জানান, এ প্রকল্পটি কিভাবে সারা দেশের ৩৩০ টি পৌরসভায় স্থাপন করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। ভৈরব পৌরসভার পাইলট প্রকল্পটি র একটি ডকুমেন্টারি তৈরি করে মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন এর নিকট হস্তান্তর করা হবে , যাতে করে সারা দেশের প্রতিটি পৌরসভায় একটি করে নারী কণার স্থাপন করা হয়।
পৌরসভা ও পৌর মাতৃ সদনের নারী কর্ণারের ডাটা কালেক্টর নাসিমা আক্তার। ও শাওন ইসলাম জানান, প্রতিদিন শতাধিক নারী সেবা নিতে মাতৃসদনে আসে, লোকারণ্য মানুষের বসার জায়গা থাকে না। এর মধ্য বেশী কষ্ট করে নারীরা। কোন কোন নারী তাদের সন্তানকে দুগ্ধপান করানোর স্থান না পেয়ে সমস্যার সম্মুক্ষীন হচ্ছিল। এ বাস্তবতায় ভৈরব পৌর মাতৃসদনে শিশুদের খেলাধুলা ব্যবস্হাসহ থাই গ্লাসের পার্টিশন করে স্থাপিত হলো 'মা ও শিশু কর্নার'।

ঊল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইচকন্টাক্ট-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভার সাথে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved