
ব্যাংক এশিয়া লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ১৬ এপ্রিল থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ব্যাংক এশিয়া লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ব্যাংক এশিয়ার নাম পরিবর্তিত করে ব্যাংক এশিয়া পিএলসি করা হয়েছে।
তবে ব্যাংকটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved