
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটি আজ শেষ হচ্ছে। সোমবার (১৫ এপ্রিল) থেকে চালু হচ্ছে সরকারি অফিস আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। আনন্দের সুখস্মৃতি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কেউ চাকরি, কেউ-বা যোগ দেবেন ব্যবসায়। কাজে যোগ দিতে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী।
রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমনটাই দেখা গেছে।
ঢাকায় ফেরা মানুষেরা জানিয়েছেন, যাওয়া ও আসার পথে তাদের ঝামেলা হয়নি। ঢাকায় আসার পথে সড়কে ছিল না কোনও ভোগান্তি। নগরও তুলনামূলক ফাঁকা। তাই স্বস্তি নিয়েই কাজে যোগ দিতে ঢাকায় আসতে পারছেন মানুষ। সপ্তাহজুড়েই রাজধানীতে ফিরবেন নগরবাসী।
আজ ভোর থেকেই সড়ক ও রেলপথে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা যায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ।
এ ছাড়া ঈদের সময়ে যাদের ডিউটি করতে হয়েছে তারা অনেকেই এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। তবে, বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা জানান, ঈদ বকশিসের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো।
ঈদের ছুটি কাটিয়ে যশোর থেকে ঢাকা ফেরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শাখাওয়াত হোসেন বলেন, আমি গতকাল রাতে ঢাকায় ফিরেছি। ছুটি এখনো একদিন বাকি ছিল। তবে পহেলা বৈশাখ ঢাকায় উদযাপন করার ইচ্ছার কারণে আগেই ফিরলাম। এ ছাড়া, আগামীকাল থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।
নির্বিঘ্ন ঈদযাত্রার পরেও যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ের। ঝিনাইদহ থেকে ঢাকায় আসা এক যাত্রী অভিযোগ করছেন, অন্যান্য সময় দূরত্ব হিসেবে ভাড়া সর্বোচ্চ ৬০০ টাকা নেওয়া হয়। কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved