
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদ প্রার্থী ডাঃ আরমান মোল্লার বিলবোর্ড আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন, চেয়ারম্যান পদ প্রার্থী ডাঃ আরমান মোল্লা।
লিখিত অভিযোগে তিনি বলেন, আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন।
তার ছবি দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি তাঁর ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করেন পূর্বাচল ভূঁইয়াবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায়। রাতের আঁধারে সেই বিলবোর্ড সংবলিত ফেস্টুন কিছু অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়া রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি ফেস্টুন ও পোষ্টর লাগিয়েছে তা ছিড়ে ফেলা হয়েছে।
অভিযোগ দায়েরের পর রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র শাহা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved