
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার গোছামারা গ্রামে আগলা বাড়ী প্রবাসী যুব সংগঠনের উদ্যােগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আলগা বাড়ী প্রবাসী যুব সংগঠনের সভাপতি শাহানুর রহমান, ও সাধারণ সম্পাদক হোসেন মিয়া উদ্যোগে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, আধা কেজি সেমাই ও ১টি করে কাপড় দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সম্পাদক খলিলুর রহমান, গোছামারা বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আলী হোসেন, জিল্লু মিয়া, শিমুলকান্দি ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আছির মিয়া, যুবলীগ সভাপতি আমিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অসহায় ও গরিব মানুষের কথা চিন্তা করে প্রতিবারের ন্যায় এইবারও ঈদ উপলক্ষে প্রবাসীদের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া খাদ্য সামগ্রী ছাড়াও এই এলাকার প্রবাসীরা অসহায় মানুষদের বিভিন্ন সময় খাদ্য ও টাকা দিয়ে সহযোগী করে আসছে।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন আশিকুর রহমান।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved