
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা।
আটককৃত ব্যক্তি হলেন- পাবনা জেলার চাটমহর উপজেলার বাহাদুরপুর এলাকার মন্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (১৯)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে অভিযান পরিচালনা করে আটক করা হয়। এ সময় আসামীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধা জব্দ করা হয়।

র্যাব জানায়, আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন স্থানে ব্যক্তির নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved