
বান্দরবানের রুমার পর থানচি উপজেলা বাজার ঘেরাও করে আজ বুধবার (৩ এপ্রিল) সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখা লুট করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় থানচি বাজারে ফাঁকা গুলি বর্ষণ করে লোকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখা লুট করা হয়েছে। তবে টাকার পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সময় কেএনএফের সশস্ত্র সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে এবং থানচি বাজারের লোকজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’
গতকাল মঙ্গলবার রাতে সশস্ত্র সংগঠন কেএনএফের সদস্যরা বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট করে। একইসঙ্গে আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নেয় এবং ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved