
নিজস্ব প্রতিবেদকঃ অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঢাকার মিরপুরের উত্তর পীরেরবাগ, ফেনীর দাগনভূঞা, চাঁদপুরের জগতপুর, নোয়াখালীর ছাতারপাইয়া ও টাঙ্গাইলের এলেঙ্গায় এক্সিম ব্যাংকের পাঁচটি উপশাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উপশাখা পাঁচটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, শাহ্ মো. আব্দুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। এসময় এক্সিম ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র আয়ের মানুষদের ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে এক্সিম ব্যাংকের অবস্থান অত্যন্ত মজবুত। আপনারা এ ব্যাংকের ওপর আস্থা রাখুন। আপনাদের সহযোগিতায় এ ব্যাংক সামনে এগিয়ে যাবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved