
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’ র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নবদম্পতিরা কোনো সুখবর পেতে পারেন। নতুন যোগাযোগের অফুরন্ত সম্ভাবনা আছে। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করবেন। জনকল্যাণমূলক কাজে সফলতা পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কাজের জায়গায় নতুন গতি পাবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমিসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। ভ্রমণের সুযোগ পাবেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): সবদিক থেকে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। সুনাম ও মর্যাদা বাড়বে। ব্যবসায় সাফল্য পাবেন। আপনি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। প্রেমে অশান্তি বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা পাবেন। পেশাগত সফলতা পাবেন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কাজে সফলতা পাবেন। স্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সফলতা পাবেন। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। বিদেশ যাত্রার যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): বাস্তববাদী মানসিকতার জন্য আর্থিকভাবে সমৃদ্ধ হবেন। নিজের কোনো বাসনা পূর্ণ হবে। ব্যবসা-বাণিজ্যে দারুন উন্নতি হবে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবন ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। বৈদেশিক বাণিজ্য সম্পৃক্তদের জন্য সুসময়। ভ্রমণ শুভ। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। কোনোরকম রাগ বা জেদ ক্ষতিকর হবে। পারিবারিক ও দাম্পত্য শান্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক অস্থিরতা থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হবেন। সৃজনশীল কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। রোমাঞ্চ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। কোনোরকম ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved