
স্টাফ রিপোর্টারঃ নাটোরের নলডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে বন্ধুরা। এ ঘটনায় দুই সহপাঠিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা ওসি মো. মোনোরুজামান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম ও নলডাঙ্গা ওসি মো. মোনোরুজামান জানান, বৃহস্পতিবার বিকালে নলডাঙ্গা উপজেলার পাটুল-হাঁপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হিমেলকে পাটুল গ্রামের বাড়ি থেকে ডেকে নেয় সহপাঠি পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিলো হিমেল। এ ঘটনায় হিমেলের বাবা স্থানীয় টিসিবি ডিলার ফারুক সরদার থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতে পার্থকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠি মেহেদী এবং এলাকার সিনিয়র বন্ধু সুজন ও শিমুলকে আটক করে পুলিশ। পরে তাদের সাথে নিয়ে রাত দেড়টার দিকে স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের পরিত্যক্ত ভবনের ভুট্টা গাছ দিয়ে ঢাকা থাকা অবস্থায় হিমেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নলডাঙ্গা ওসি মো. মোনোরুজামান বলেন, ঘটনার কারণ উদঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved