
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার পূর্বগ্রাম তালীমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসায় এ দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে অবসরপ্রাপ্ত কর্ণেল কামরুজ্জামান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন।

এসময় পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ডাঃ মেজবাউদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের সভাপতি মোঃ শামীমুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

পরে পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের সদস্যদের মধ্যে সর্বোচ্চ রক্তদাতাদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved