
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংক কর্মতর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
আজ সোমবার ২৫ মার্চ বেলা ১২ টায় ভৈরব বাজার শহর ফাঁড়ি থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা উপস্থিত ছিলেন ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন, ভৈরব ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমানসহ ভৈরব শহরের বিভিন্ন ব্যাংক ম্যানেজারগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
আলোচনা সভায় ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘদিন সরকারী ছুটি থাকবে। এই অবস্থায় ব্যাংক গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ছুটিকালীন সময়ে ব্যাংক, বীমা ও বিভিন্ন ভোল্ট-এ টাকা না রেখে ট্রেজারিতে জমা রাখতে হবে। ব্যাংগুলোতে সার্বক্ষনিক নিজস্ব পাহাড়া মোতায়েন রাখতে হবে। প্রতিটি নিরাপত্তাকর্মীর পূর্ণ নাম, পদবী ও ঠিকানা মোবাইল নাম্বারসহ প্রশাসনের কাছে জমা দিতে হবে। বিশেষ করে ব্যাংকের ভিতর ও বাইরে সিসি ক্যামেরাগুলো সচল রাখতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনের সময় উত্তোলন করে থাকেন। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর করার সময় অবশ্যই পুলিশকে ইনফর্ম করতে হবে। টাকা লেনদেনে বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ভৈরবে মানুষের নিরাপত্তা রক্ষার্থে শহরের চিহৃত ছিনতাইয়ের স্পটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ শহরজুড়ে পুলিশি অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved