
রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা গাড়ি উল্টে আব্দুল মোমেন (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) দুপুর পৌনে একটার দিকে বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মোমেন গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর হাট গ্রামের আজিজুল হকের ছেলে। মাতুয়াইলের জঙ্গলবাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন।
নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে আমার বড় ভাই যাত্রাবাড়ীর বউবাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমার ভাইয়ের ওপর আছড়ে পড়ে। এতে আমার ভাই গুরুতর আহত হন।
পরে মুমূর্ষু অবস্থায় ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।
তিনি বলেন, পরে ঘটনাস্থলে এসে পুলিশ লেগুনাটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved