
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ পুলিশ কনস্টেবল তার ছেলেসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হয়েছে মোট আটজনের মরদেহ।
আজ সোমবার (২৫ মার্চ) সকাল ৭টায় ভৈরব বাজার ঘাট, পোলতাকান্দা ও কালিপুর এলাকার মেঘনা নদী থেকে নিহত পুলিশ কনস্টেবেল সোহেল রানা তার ছেলে রায়সুল ও বেলন দে'র লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।
এই বিষয়ে ভৈরব নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ৮ জন নিখোঁজের অভিযোগে মধ্যে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। কিন্তু এই দুর্ঘটনার বিষয়ে কেউ যদি নিখোঁজের কোন অভিযোগ যানাই তাহলে উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved