
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নিখাঁজের ৭দিন পর লাশ উদ্ধারের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা।
আজ রবিবার (২৪ মার্চ) দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ১৯ মার্চ মঙ্গলবার ভৈরবপুর উত্তরপাড়া কুচুরীপনায় মধ্যে আল আমিন নামে একজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার (২৩ মার্চ) রাতে র্যাব
ভৈরবপুর উওর পাড়ায় অভিযান চালিয়ে কাজী রহিত নামে একজন কে গ্রেফতার করে। নিহত আল আমিন পেশায় একজন চোর ছিল তাই তার পরিবার থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। পরে পুলিশ সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করলে বিষয়টি র্যাব আমলে নিয়ে তদন্তদের মাধ্যমে জানতে পারে এটি হত্যাকান্ড। পরে র্যাব অভিযান শুরু করলে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে। এছাড়া এই ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলে জানান র্যাব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved