
বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রেখেই যেন রাতারাতি বদলে গেলেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ ফিজ চমক দেখিয়েছেন আইপিএলের প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হওয়া ম্যাচে ছাপিয়ে গেছেন আগের পাঁচ আসরের পারফরম্যান্স। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিন কুপোকাত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার।
তবে অন্যদের ব্যর্থতায় লড়াইয়ের জন্য দারুণ পুঁজি তুলে নিয়েছে ফাফ ডু প্লেসির দল। বিশেষ করে অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের শেষ দিকের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান। কার্তিক ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আর ২৫ বলে ৪৮ রান করে শেষ বলে রান আউট হন রাওয়াত। চেন্নাইয়ের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved