
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ২ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৮৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফরচুন সুজ ৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এইচ.আর টেক্সটাইল ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা,আইপিডিসি ফিন্যান্স, ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনালী পেপার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved