
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অসহায় পরিবারের স্বত্ব-দখলীয় বিষয় সম্পত্তিতে তান্ডব চালিয়ে জবর দখলের অভিযোগ উঠেছে।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের আদর্শপাড়াস্থ মৃত গেন্দা সরকারের ছেলে আব্দুল সরকারের স্বত্ব-দখলীয় বিষয় সম্পত্তিতে তান্ডব চালানোর জবর দখলের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী উত্তর সাহাবাজ গ্রামের মৃত মোফাজ্জল আকন্দের ছেলে রিপন মিয়ার বিরুদ্ধে।জানা যায়, আব্দুল সরকার ৪টি কবলা দলিলমূলে ২৪ শতক জমির স্বত্ববান হন।
জমির বেশিরভাগে কলাবাগান আর রাস্তার ধারে দোকান ও বসতঘর উঠিয়ে তখন থেকেই শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন আব্দুল সরকার। ওই জমির তফশীল বর্ণনায় সামপ্রতিক দলিল সম্পাদনের মাধ্যমে মালিকানা দাবী করেন রিপন মিয়া (৪০)। এরই একপর্যায়ে গত শনিবার (২ এপ্রিল) রিপন মিয়া ও তার ভাই জামাল মিয়া দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।
এতে আব্দুল সরকারের স্বত্ব-দখলীয় সম্পত্তিতে কলাগাছ, দোকান, অন্যান্য স্থাপনাদীসহ সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধান করেছে দুর্বৃত্তরা।অসহায় আব্দুল সরকার অভিযোগ করে বলেন, ‘জমি দখলের সময় ট্রিপল ৯- এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসলেও ভূমিদস্যুরা বিরত হয়নি।
বরং, রিপন ও তার দলবল আরো ক্ষীপ্ত হয়ে উঠেন।’জবর দখলের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত রিপন মিয়া বলেন, ‘আমার জমি আমি দখলে নিয়েছি। কয়েকবছর আগে অন্য অংশীদারদের কাছ থেকে ১০ শতক ও সমপ্রতি ৮ শতক জমি কবলা দলিল করে নিয়েছি।’থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, ‘আব্দুল সরকারের একটি অভিযোগ পেয়েছি। তার অভিযোগের প্রেক্ষিতে যথাযথ আইনে উভয়পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved