
জামিরুল ইসলাম সম্রাট, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হোসেন মোজাম (৪৫) ঝানজাইর এলাকার মৃত মালেক উদ্দিনের ছেলে। এঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়েছেন। এরআগে একই দিন বিকেলে উপজেলার চর ডাকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সর্দার ও লাল মিয়ার মধ্যে নদীতে জেগে উঠা চরের জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষ সালিশী বৈঠকে বসেন।
বৈঠকে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের সংঘর্ষে মোজাম্মেল হক (৪০), মজদার আলী (৩৫) ও আবুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সন্ধ্যায় মোজাম্মেল হকের অবস্থা সংকটনাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে মোজাম্মেল হকের মৃত্যু হয়।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদ কে বলেন, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সালাম সর্দার ও লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved