
সাউথইস্ট ব্যাংক লিমিটেড ০৫ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে দ্রুত পাঠযোগ্য সুবিধাসহ “কন্টাক্টলেস ভিসা ইএমভি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের (ভিসা পে ওয়েভ)” আনুষ্ঠানিক উদ্বোধন করে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উপস্থিত থেকে “কন্টাক্টলেস ভিসা ইএমভি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের (ভিসা পে ওয়েভ)” আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গ্রাহকরা এখন প্রতি লেনদেনে ৩,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট আউটলেটে সহজেই স্পর্শমুক্ত লেনদেন করতে পারবেন। পি.ও.এস টার্মিনালে কার্ড প্রবেশ না করিয়ে, পিন ছাড়া গ্রাহক শুধুমাত্র একটি সাধারণ ট্যাপের মাধ্যমে অর্থপ্রদান বা লেনদেন করতে পারবেন।
সাউথইস্ট ব্যাংক কন্টাক্টলেস ভিসা ইএমভি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দিয়ে সারা বিশ্বে ভিসা এটিএম এ নগদ উত্তোলন, বিশ্বের যে কোন প্রান্ত থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস, ভিসা মানি ট্রান্সফার, আন্তর্জাতিক এবং স্থানীয় কেনাকাটা সহ যাবতীয় লেনদেনের সকল সুবিধা পাবেন। এছাড়াও এর পাশাপাশি, সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের আরো উন্নতর সেবা নিশ্চিত করতে নতুন ভিসা কুইক রিড কার্ড ডিজাইন চালু করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved