
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা কালে ইউএনওকে দেখে দৌঁড়ে পালালো নিত্য প্রয়োজনীয় মালামাল ব্যবসায়ীরা। আজ রবিবার ১৭ মার্চ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান। এসময় সহযোগীতায় ছিলেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদলত সুত্রে জানা যায়, সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারন করে দেয়া হয়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বেড়েই চলেছে। পিয়াজ, , তেল, মাছ, মাংস, শাক- সবজি, ফলমূল ও চিনি সব কিছুই আজ অভাবনীয় মাত্রায় দাম বেড়ে গেছে। সরকারের দেয়া নিয়ম মনে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান মালিক মো, রাজিব মিয়া, মো. আবুল হোসেন, জিল্লুর রহমান, হিমাংশু পাল, হাবিবুর রহমান ও দিন ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ দিকে ইউএনও বাজারে প্রবেশের পরপরই খবর ছড়িয়ে পড়লে কিছু ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে ফেলে। অভিযান শেষে ইউএনও চলে গেলে তারা আবার প্রতিষ্ঠান খোলে বসেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, সরকারি নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ৬ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved