
নিজস্ব প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক চা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৭ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ওবায়েদ জানান, জালাল শেখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি মো. আবু ওবায়েদ আরও জানান, ওই শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved