
নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের শিকার। চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন ঐ ভুক্তভোগী নারী।
বুধবার (১৩ মার্চ) ওই নারী থানায় মামলাটি দায়ের করেন।
ধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রামে মাঠের মধ্যে। নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের ছানোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা মেয়ে (৩২) থানায় লিখিত এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের বজলুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫) ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। এরই এক পর্যায়ে গত ১২ মার্চ দুপুরে ফারুক হোসেন ওই নারীকে প্রলোভন দিয়ে পাশের বরদানগর গ্রামে মাঠের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা জানান, এ বিষয়ে বুধবার মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved