
নিজস্ব প্রতিনিধিঃ মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্নস্থানে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলে শহরের বড়বাজার, নিউ মার্কেট, রেলওয়ে স্টেশন এলাকায় পথচারি, গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতারনে কঠোর পরিশ্রম করে চমক লাগীয়ে দিলেন। নারী ডিপার্টমেন্টের (মোছা: নাজমিন আক্তার শিমু) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার মোছাঃ তামান্না খাতুন ম্যাম।
এ সময় তামান্না খাতুন ম্যাম বলেন, সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের, মতা মত উপদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সাময়িক সংকটে সমাজে একে ওপরের পাশে দাঁড়ানো রমজান ও ইসলামের মূলনীতি। চুয়াডাঙ্গার অসহায় মানুষের পাশে সব সময় থাকতে চাই। সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে। রমজান মাসসহ সবসময় এলাকার মানুষের পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি (যুবরাজ খান রিমন) ও সংগঠনের অর্থসম্পাদীকা মৌটুসী আক্তার মৌ। সহ সভাপতি মুহাম্মদ মামুন খান।
উপস্থিত ছিলেন, মোছা: নাজমিন আক্তার শিমু ও জান্নাতুল ফেরদৌস তুলি, শাহিন আলম, রাকিব, শাহীন আসমানখলী, বন্নি, তমা বুরহান, সিফাত, মাশরাফি, সাব্বির, হাফেজ হোসাইন, মুন, নুসরাত, রিয়া সুমি, তানজিল, প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved