
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২২—২৩ অর্থবছরে ৪০টি ব্যাংকের মধ্যে ‘দ্বিতীয় স্থান’ অর্জন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে, সম্প্রতি ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ) - এর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। উল্লেখ্য যে, প্রিমিয়ার ব্যাংকের যেকোনো শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘পিমানি’- এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved