
এক সময় বার্সেলোনাতে এক সঙ্গে খেলেছেন। এরপর পিএসজিতে মাঠ মাতিয়েছেন নেইমার ও মেসি। তবে এখন এই দুই বন্ধু পৃথিবীর দুই প্রান্তে খেলে। তবে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার।
গত বছরের জুলাইতে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। আর ওই ট্রান্সফারেই সৌদি প্রো লিগের ক্লাব যোগ দেন নেইমার। মেসি ও নেইমারের সমর্থকরা এখন আর এই তারকাকে একসঙ্গে খেলার কথা চিন্তাও করতে পারে না। তবে আরও একবার মেসির সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
বাহরাইনে চলমান ফর্মুলা গ্র্যান্ড প্রিক্স ওয়ান-এর রেস দেখতে গিয়েছিলেন নেইমার। সেখানে এক প্রশ্নের জবাবে নেইমার বলেন বলেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলবো। লিও (মেসি) খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’
মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আসলেও এটা জানি না যে আবার কখনো ব্রাজিলে খেলবো কিনা। আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved