
নিজস্ব প্রতিবেদকঃ আই এফ আই সি ব্যাংকের কর্মীদের পরিবারে আগত নবজাতকদের স্মারক গোল্ড কয়েন প্রদানের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। শনিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস জনাব কে এ আর এম মোস্তফা কামাল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ
সারওয়ার।
এ সময় তিনি উপস্থিত প্রায় তিন শতাধিক নবজাতক শিশুদের পিতামাতার কাছে গোল্ড কয়েন উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৭ সাল থেকে প্রতিবছর আইএফআইসি ব্যাংক তার কর্মীদের নবজাতক শিশুদেরকে এই স্মারক গোল্ড কয়েন প্রদান করে আসছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved