
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেদিন দেশের সব ব্যাংককে এই দিবসটি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ২০২৪ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে মহিলা ও শিল্প বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।
তাই নারী দিবস উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমে এই প্রতিপাদ্য ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved