
ডারবান টেস্ট জিততে হলে শেষ দিনে বাংলাদেশকে আরও ২৬৩ রান করতে হবে, হাতে আছে ৭ উইকেট। আর যদি ড্র করতে হয় তাহলে অন্তত ৯০ ওভার উইকেটে থাকতে হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রথমটিতেই চোখ রাখছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও খালেদ মাহমুদ সুজন আশাবাদী, এই টেস্টে এখনও জয় সম্ভব।
২৭৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শেষভাগে বাংলাদেশের উইকেট হারানোর যে ধারা সেটি অব্যহত ছিল এদিনও। শেষ বেলায় মাত্র ৬ ওভার ব্যাট করেই বাংলাদেশ হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটারকে। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় একেবারেই সুবিধা করতে পারেননি। আর অধিনায়ক মুমিনুল হকও সাজঘরে ফিরেছেন কেবলই বিপদ বাড়িয়ে। দিন শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১১ রান করেছে।
জয়ের জন্য পাড়ি দিতে হবে লম্বা পথ। তবে দল নিয়ে আশাবাদী বাংলাদেশের টিম ডিরেক্টর। তিনি বলেন, ‘কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। আমি মনে করি, সারা দিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই ম্যাচ জেতার সুযোগ থাকবে। প্রথম কথা হচ্ছে, কাল সকালে কেমন শুরু করি।’
বাংলাদেশ ইতোমধ্যেই তিন উইকেট হারালেও এখনও ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন ইনফর্ম ব্যাটার আছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে আছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তাছাড়া দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস-মেহেদি হাসান মিরাজরাও নিয়মিত রান পাচ্ছেন। তাই এখনও জয়েই চোখ রাখছেন সুজন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved