
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার অডিও প্রকাশের পর এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোববার দিবাগত রাতে কেন্দ্র সচিব সিদ্দিকুর রহমান বাদী হয়ে অভিযুক্ত সহ সুপার মোঃ সেলিম মিয়ার নামে মাধবপুর থানায় একটি মামলা করেন। তিনি মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সহ সুপার। মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজে দাখিল পরিক্ষার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময় রবিবার মো: সেলিম মিয়া অফিস সহায়ক হিসাবে ডিউটি করছিলেন। এসময় বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের উত্তর পরিক্ষাথীদের মুখে বলে দিচ্ছিলেন তিনি। এর একটি ভয়েস রেকর্ড উপজেলা নির্বাহী অফিসারের হস্তগত হয়।
এটি পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল অন্যায় ভাবে পরিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার পরির্দশক ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, কেন্দ্র সচিব মোঃ সিদ্দিকুর রহমান বাদি হয়ে রোববার রাতে একটি মামলা করেন। পুলিশ সোমবার (২৬-ফেব্রুয়ারী) মোঃ সেলিম মিয়াকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved