
এলএ গ্যালাক্সির বিপক্ষে হারতে যাচ্ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার গোলেই মান বাঁচল ক্লাবের, ড্র করে টেবিলে শীর্ষস্থান ধরে রাখল তারা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এলএ গ্যালাক্সির এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের গোলে লিওনেল মেসি এক পয়েন্ট এনে দেন ক্লাবকে।
ডিজনিটি হেল্থ স্পোর্টস পার্কে মেসিদের বল দখলের আধিপত্যের ভিড়ে আক্রমণে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি। মেসিদের ৬৪ শতাংশ বল দখলের বিপরীতে ৩৬ শতাংশ সময় বল দখলে রেখেছে এলএ গ্যালাক্সি।
এ জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। ৩ পয়েন্ট করে আছে ডিসি ইউনাইটেড, কলম্বাস ও চার্লট্টের। ওয়েস্টার্ন কনফারেন্স লিগে ১ পয়েন্ট নিয়ে গ্যালাক্সি আছে ৮ নম্বরে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved